আজ ২৬শে মে ২০২১ বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহন - কখন ? কোথায় ? দেখে নিন


আজ ২৬শে মে ২০২১ বুধবার । আজ বুদ্ধপূর্ণিমা

পূর্ণিমার সময়ঃ পূর্ণিমা শুরু হবে গতকাল রাত ৭ঃ৪১ থেকে আর শেষ হবে আজ বিকাল ৫ঃ১৪ এ । 


এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন হবে আজকের দিনেই । 

চন্দ্রগ্রহনের সময়ঃ এই গ্রহন দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে ।  ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ২:১৭ মিনিটে এবং সন্ধ্যা ৭: ১৯ পর্যন্ত থাকবে। 

ভারতবর্ষে চন্দ্রগ্রহনের সময়ঃ  ভারতবর্ষে এই গ্রহনের আংশিক পর্ব বিকেল ৩.১৫ মিনিটে শুরু হবে । গ্রহন শেষ হবে সন্ধ্যা ৬.২২ নাগাদ । আংশিক গ্রহণের সমাপ্তির সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল (সিকিম বাদে), পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ থেকে দেখা যাবে । ঝড়ের কারনে এই গ্রহন দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম । 


পশ্চিমবঙ্গে ও ঢাকায় কি গ্রহণ দেখা যাবে?

চাঁদ ওঠার পর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। তা একেবারে শেষের দিকে মিনিট কয়েকের জন্য । সিকিম ছাড়া উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের একাংশ এবং উপকূলীয় ওড়িশার একাংশের মানুষ চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। 

ঠিক কখন-কোথায় দেখা যাবে? 

১) কলকাতা - সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে চাঁদ উঠবে ওই সময় থেকে গ্রহন দেখা যেতে পারে । 

২) কোচবিহার - সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে চাঁদ উঠবে  ওই সময় থেকে গ্রহন দেখা যেতে পারে। 

৩) ডায়মন্ড হারবার - সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে চাঁদ উঠবে ওই সময় থেকে গ্রহন দেখা যেতে পারে।  

৪) গুয়াহাটি - সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে চাঁদ উঠবে ওই সময় থেকে গ্রহন দেখা যেতে পারে। 

৫) মালদহ - সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে চাঁদ উঠবে ওই সময় থেকে গ্রহন দেখা যেতে পারে।

৬) দিঘা - সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে চাঁদ উঠবে ওই সময় থেকে গ্রহন দেখা যেতে পারে। 

৭) শিলচর - সন্ধ্যা ৬ টা ১ মিনিটে চাঁদ উঠবে ওই সময় থেকে গ্রহন দেখা যেতে পারে। 

৮) ঢাকা - সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে চাঁদ উঠবে ওই সময় থেকে গ্রহন দেখা যেতে পারে। 

উক্ত স্থান ও তৎসংলগ্ন স্থানগুলিতে গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে।


Popular posts from this blog

2024 সালের ইংরাজি + বাংলা ক্যালেন্ডার চাইছেন ? এটা ডাউনলোড করুন

দারুন অনেক ফিচার দেওয়া হয়েছে - এখনও আপডেট করা না থাকলে করে নিন

১৪৩১ আপডেট করেছেন ? নাহলে এখনই করে নিন