আজ ১০ই জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ - সময় জেনে নিন


 আজ ১০ই জুন ২০২১ বৃহস্পতিবার । আজ অমাবস্যা ও বলয় গ্রাস সূর্যগ্রহণ  ।

অমাবস্যার সময়ঃ অমাবস্যা শুরু হবে গতকাল দুপুর ১ঃ৩৪ থেকে আর শেষ হবে আজ দুপুর ৩ঃ২৯ এ । 


এই বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহন হবে আজকের দিনেই । 

সূর্যগ্রহনের সময়ঃ এবারের সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন জায়গায় । আধুনিক মতে ভারতীয় সময় বেলা ১১. ৪২ মিনিটে ( আর পঞ্জিকা মতে দুপুর ১ঃ৪৩ শে ) শুরু হবে আংশিক গ্রহণ। শেষ হবে সন্ধে ৬. ৪১ মিনিটে।বলয়গ্রাস গ্রহণ হবে ৩টে ২৫ মিনিটে এবং অঞ্চলভেদে তা চলবে ৪.৫২ টা পর্যন্ত। বলয় গ্রাস দেখা যাবে বিকেল ৪. ১১ মিনিটে। এই আংশিক গ্রহণ শেষ হবে সন্ধে ৬.৪১ টায়।

গ্রহণ থাকবে ঃ ৪ ঘন্টা ৫৮ মিনিট 

বলয়গ্রাসের সর্বচ্চ স্থিতিঃ ৩মিনিট ৪৮ সেকেন্ড 

গ্রহণ আরম্ভঃ দিবা ১ঃ৪৩ মিনিট 

বলয়গ্রাস আরম্ভঃ দিবা ৩ঃ২৫ মিনিট 

বলয়গ্রাস সমাপ্তিঃ বিকাল ৪ঃ৫৯ মিনিট 


ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে কি গ্রহণ দেখা যাবে?

ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। ভারতের আর কোনও জায়গা থেকেই দেখা যাবে না এই বলয়গ্রাস গ্রহণ।


এই গ্রহনে কি কি নিয়ম মানতে হবে ?

গ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান নয় সেহেতু পঞ্জিকা মতে গ্রহণ চলাকালীন পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই । 



Popular posts from this blog

2024 সালের ইংরাজি + বাংলা ক্যালেন্ডার চাইছেন ? এটা ডাউনলোড করুন

দারুন অনেক ফিচার দেওয়া হয়েছে - এখনও আপডেট করা না থাকলে করে নিন

১৪৩১ আপডেট করেছেন ? নাহলে এখনই করে নিন