সূর্যগ্রহণঃ ৭ঐ কার্ত্তিক ১৪২৯ ,২৫শে অক্টোবর ২০২২, মঙ্গলবার , আংশিক সূর্যগ্রহণ

 আজ ৭ঐ কার্ত্তিক ১৪২৯ , ২৫শে অক্টোবর ২০২২, মঙ্গলবার  

আজ আংশিক ( খন্ড ) গ্রাস সূর্যগ্রহণ ( ভারতবর্ষে দৃশ্য



গ্রহনের সময় 

ভারতীয় সময় অনুযায়ী পৃথিবীতে গ্রহণ স্পর্শ করবে 

শুরু হবে ২৫শে অক্টোবর দুপুর ২টা ২৯ মিনিটে । 

শেষ হবে ২৫শে অক্টোবর সন্ধ্যা  ৬টা ৩২ মিনিটে । 

গ্রহণ মধ্য - বিকাল ৪ টে ৩০ মিনিটে 

গ্রহণ স্থিতিঃ ৪ ঘন্টা ০৩ মিনিট । গ্রাসমানঃ ০.৮৬১ 


এই গ্রহণ দেখা যাবে কোলকাতা সহ ভারতবর্ষের বেশিরভাগ অংশে 

[  আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে , ভারতের উত্তর পূর্বাংশের বিভিন্ন অঞ্চল যেমন - আইজল , ডিব্রুগড় , ইম্ফল , ইটানগর , কোহিমা, শিবসাগর , শিলচর ও তামেনং - এ গ্রহন দেখা যাবে না। ]

সন্ধ্যে হওয়ার পর গ্রহনের সমাপ্তি হওয়ার কারনে এই গ্রহনের সমাপ্তি ভারতের কোথাও দেখা যাবে না । 


 

 গ্রহনের সময়ই এই ৯ টি নিয়ম মানলে প্রত্যেক মানুষের উপকার 

১.  গ্রহণ চলাকালীন খাবার খাওয়া এবং ঘন ঘন জল পান করা উচিত নয়। এতে হজমের সমস্যা হয়। 

২. গ্রহণ চলাকালীন নেতিবাচক প্রভাব অনেক বেশি থাকে। তাই কোন শুভ কাজ শুরু করা উচিত নয়। এর ফলে বাধা আসতে পারে। 

৩. গ্রহণের সময় নখ কাটা, চুল কাটা, দাঁত পরিষ্কার করা অশুভ মনে করা হয়। 

৪. গ্রহণের সময় যেহেতু পরিবেশে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি হয় তাই এই সময় ঘুমানো উচিত নয়।

 ৫. গ্রহণের সময় খালি চোখে কখনোই আকাশের দিকে তাকানো উচিত নয়। সূর্যগ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয় বলেই বলেন বিশেষজ্ঞরা। 

৬. গ্রহণের সময় পুজো করা কিংবা ঠাকুরঘরে থাকা একদম উচিত নয়। এর ফলে খারাপ ফল লাভ হয়। এই সময় মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত। 

৭. গ্রহণের সময় এমনিতেই পবিত্র আবহাওয়া নষ্ট হয় বলে মানেন জ্যোতিষীরা। তাই এই সময় যাত্রা করা, ভ্রমণ করা উচিত নয়।

৮. সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া দরকার। কথিত আছে সূর্যগ্রহণের সরাসরি প্রভাব পড়ে হবু মা ও তাঁর সন্তানের উপর। তাই এই সময় গর্ভবতী মহিলাদের বেশি হাঁটাচলা করা, খাবার খাওয়া, বাইরে যাওয়া থেকে বিরত থাকা উচিত। গীতা পাঠ বা পুরাণ কাহিনীর বই পড়া, ইষ্টনাম জপ করলে সুফল পাওয়া যায়।

 ৯. গ্রহনের সময় সমুদ্র স্নান করা থেকে বিরত থাকা উচিৎ । সমুদ্র উত্তাল হয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে । 






Popular posts from this blog

2024 সালের ইংরাজি + বাংলা ক্যালেন্ডার চাইছেন ? এটা ডাউনলোড করুন

দারুন অনেক ফিচার দেওয়া হয়েছে - এখনও আপডেট করা না থাকলে করে নিন

১৪৩১ আপডেট করেছেন ? নাহলে এখনই করে নিন