আজ ৮ই নভেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ - ভারতবর্ষে গ্রহন দৃশ্য - গ্রহনের সময় জেনে নিন

  


আজ ০৮ই নভেম্বর  ২০২২ , ২১শে কার্ত্তিক ১৪২৯ , মঙ্গলবার । আজ রাসযাত্রা , গুরুপূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন ( ভারতবর্ষে গ্রস্তোদয় দৃশ্য )  ।

পূর্ণিমার সময়ঃ পূর্ণিমা শুরু হয়েছে গতকাল দিবা ৩ টে ৫৪ থেকে আর শেষ হবে আজ দুপুর ৩টে ৫১ মিনিটে  । এই বছরের শেষ চন্দ্রগ্রহন হবে আজকের দিনেই । 

চন্দ্রগ্রহনের সময়ঃ  

গ্রহন স্পর্শ( আরম্ভ) - ঘ ২ঃ৩৯ মিঃ 

গ্রহন মধ্য - অপরাহ্ন ঘ ৪ঃ২৯ মিঃ 

গ্রহন মোক্ষ ( সমাপ্তি ) - রাত্রি ঘ ৬টা ১৯ মিনিট 

পূর্ণগ্রাস আরম্ভ - ঘ ৩ঃ৪৬ মিঃ 

পূর্ণগ্রাস স্থিতি - ১ ঘন্টা ২৬ মিনিট 

পূর্ণগ্রাস  সমাপ্তি - অপরাহ্ন ঘ ৫টা ১২ মিনিট 

গ্রহন স্থিতি - ৩ ঘন্টা ৪০ মিনিট 

গ্রাসমান - ১.৩৬৩  


মনে রাখবেনঃ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহনের সময় দুপুর ২ঃ৩৯ থেকে সন্ধ্যা ৬টা ১৯ পর্যন্ত থাকবে।  


ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে কি গ্রহণ দেখা যাবে?

হ্যাঁ , ভারতবর্ষের বেশিরভাগ স্থান থেকেই এই গ্রহন দেখা যাবে । পশ্চিমবঙ্গে , বিশেষত কোলকাতায় এই গ্রহন দৃশ্য । 

চন্দ্রগ্রহণের সময় কী কী করবেন না? 

প্রথমত, চন্দ্রগ্রহণের সময় শারীরিক মিলন না করাই ভালো। বলা হয়, এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে বের না হওয়া উচিত । গ্রহণের সময় পরিবেশের কিছু ক্ষতি হয়। আর এর খারাপ প্রভাব পড়তে পারে গর্ভস্থ বাচ্চার ওপর। এছাড়াও, গ্রহণের সময় খাবার না খাওয়াই ভালো। এ সময় পৃথিবীতে যে রশ্মি প্রবেশ করে, তার থেকে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই গ্রহণের সময় রান্না করা ও খাবার খাওয়া এড়িয়ে চলুন। এবং চেষ্টা করুন সব খাবার ঢেকে রাখতে।    



Popular posts from this blog

2024 সালের ইংরাজি + বাংলা ক্যালেন্ডার চাইছেন ? এটা ডাউনলোড করুন

দারুন অনেক ফিচার দেওয়া হয়েছে - এখনও আপডেট করা না থাকলে করে নিন

১৪৩১ আপডেট করেছেন ? নাহলে এখনই করে নিন